Advertisements

সাইক্লোন “মোখা” আপডেট, সতর্কতা ও করণীয়

সাইক্লোন তথা ঘূর্নিঝড় একটি সুপরিচিত ট্রপিকাল বা ক্রান্তীয় দূর্যোগ যা সাধারণত ৩০ ডিগ্রী উত্তর থেকে ৩০ ডিগ্রী দক্ষিণ সীমায় ঘটে থাকে। এটি যদিও প্রাণীকুলের জন্য ক্ষতিকর তবুও পৃথীবির তাপীয় ভারসাম্য রক্ষার জন্য খুবই জরুরী একটি ঘটনা। এটি না ঘটলে পৃথিবী একটা তাপীয় বোম্ব এ পরিণত হত। বর্তমানে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় “মোখা” তৈরী হওয়া না হওয়া নিয়ে ব্যপক কনফিউশন তৈরী হয়েছে, এর ল্যান্ডফল/ভূমিতে আছড়ে পড়ার স্থান নিয়েও তৈরী হয়েছে যথেষ্ট কন্ট্রোভার্শিয়াল আলোচনা। এইজন্য একটি সাইক্লোন এর গঠন এর জন্য প্রয়োজনীয় উপাদান সমুহের আলোচনা ও মোখা এর সাথে এর রিলেশন ব্যাখা করবো আজকের এই আর্টিকেলটিতে। সম্পূর্ন আর্টিকেল দেখতে নিচের ছবিতে ক্লিক করুন।

সম্ভাব্য সাইক্লোন মোখা বিশ্লেষন

Advertisements