Advertisements

সাপ্তাহিক পূর্বাভাস (১৩ ফেব্রুয়ারী – ১৯ ফেব্রুয়ারী)

সাপ্তাহিক পূর্বাভাস (১৩ ফেব্রুয়ারী – ১৯ ফেব্রুয়ারী)


ঢাকা বিভাগ:

আকাশ: এই সপ্তাহের শুরুর দিকে (১৪-১৫ ফেব্রুয়ারি) আকাশ আংশিক থেকে মূলত মেঘলা থাকতে পারে। তবে ১৫ তারিখের পরে আকাশ পরিস্কার হয়ে যেতে পারে।

বৃষ্টিপাত: বৃষ্টির সম্ভাবনা কম। হলেও ১৪-১৫ তারিখে গুড়িগুড়ি বা ছিটেফোটা। তারপর ১৬ থেকে ১৯ তারিখের মধ্যে বৃষ্টির সম্ভাবনা নেই।

তাপমাত্রা: সর্বোচ্চ ২৭°C – ৩০°C, সর্বনিম্ন ১৭°C – ১৯°C।

কুয়াশা: রাত ও ভোরে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।

Advertisements

চট্টগ্রাম বিভাগ :

আকাশ: এই সপ্তাহের শুরুর দিকে (১৪-১৬ ফেব্রুয়ারি) আকাশ আংশিক থেকে মূলত মেঘলা থাকতে পারে। তবে ১৬ তারিখের পরে আকাশ পরিস্কার হয়ে যেতে পারে।

বৃষ্টিপাত: বৃষ্টির সম্ভাবনা কম।

তাপমাত্রা: সর্বোচ্চ ২৮°C – ৩১°C, সর্বনিম্ন ১৭°C – ১৯°C।

কুয়াশা: রাত ও ভোরে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে।

Advertisements

রাজশাহী বিভাগ :

আকাশ: এই সপ্তাহের শুরুর দিকে (১৩-১৫ ফেব্রুয়ারি) আকাশ মূলত মেঘলা থাকতে পারে। তবে ১৫ তারিখের পরে আকাশ পরিস্কার হয়ে যেতে পারে।

বৃষ্টিপাত: ১৩ থেকে ১৫ তারিখের মধ্যে বেশ কিছু এলাকায় হালকা বা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু এলাকায় মাঝারি বৃষ্টিও হতে পারে। তারপর ১৬ থেকে ১৯ তারিখের মধ্যে বৃষ্টির সম্ভাবনা নেই।

তাপমাত্রা: সর্বোচ্চ ২৬°C – ২৯°C, সর্বনিম্ন ১৬°C – ১৯°C।

কুয়াশা: রাত ও ভোরে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।

খুলনা বিভাগ: 

আকাশ: এই সপ্তাহের শুরুর দিকে (১৩-১৫ ফেব্রুয়ারি) আকাশ আংশিক থেকে মূলত মেঘলা থাকতে পারে। তবে ১৫ তারিখের পরে আকাশ পরিস্কার হয়ে যেতে পারে।

বৃষ্টিপাত: ১৪ থেকে ১৫ তারিখের মধ্যে বেশ কিছু এলাকায় হালকা বা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরাংশের কিছু কিছু এলাকায় মাঝারি বৃষ্টিও হতে পারে। তারপর ১৬ থেকে ১৯ তারিখের মধ্যে বৃষ্টির সম্ভাবনা নেই।

তাপমাত্রা: সর্বোচ্চ ২৭°C – ৩০°C, সর্বনিম্ন ১৭°C – ১৯°C।

কুয়াশা: রাত ও ভোরে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।

বরিশাল বিভাগ:

আকাশ: এই সপ্তাহের শুরুর দিকে (১৪-১৫ ফেব্রুয়ারি) আকাশ আংশিক থেকে মূলত মেঘলা থাকতে পারে। তবে ১৫ তারিখের পরে আকাশ পরিস্কার হয়ে যেতে পারে।

বৃষ্টিপাত: বৃষ্টির সম্ভাবনা কম। হলেও ১৪-১৫ তারিখে গুড়িগুড়ি বা ছিটেফোটা।

তাপমাত্রা: সর্বোচ্চ ২৭°C – ৩০°C, সর্বনিম্ন ১৭°C – ১৯°C।

কুয়াশা: রাত ও ভোরে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে।

সিলেট বিভাগ:

আকাশ: এই সপ্তাহের শুরুর দিকে (১৪-১৫ ফেব্রুয়ারি) আকাশ আংশিক থেকে মূলত মেঘলা থাকতে পারে। তবে ১৫ তারিখের পরে আকাশ পরিস্কার হয়ে যেতে পারে।

বৃষ্টিপাত: বৃষ্টির সম্ভাবনা কম। হলেও ১৪-১৫ তারিখে গুড়িগুড়ি বা ছিটেফোটা।

তাপমাত্রা: সর্বোচ্চ ২৫°C – ২৮°C, সর্বনিম্ন ১৬°C – ১৮°C।

কুয়াশা: রাত ও ভোরে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।

ময়মনসিংহ বিভাগ:

আকাশ: এই সপ্তাহের শুরুর দিকে (১৪-১৫ ফেব্রুয়ারি) আকাশ আংশিক থেকে মূলত মেঘলা থাকতে পারে। তবে ১৫ তারিখের পরে আকাশ পরিস্কার হয়ে যেতে পারে।

বৃষ্টিপাত:  ১৪-১৫ তারিখে কিছুটা গুড়িগুড়ি বা ছিটেফোটা বৃষ্টি হতে পারে। তারপর সম্ভাবনা নেই।

তাপমাত্রা: সর্বোচ্চ ২৭°C – ৩০°C, সর্বনিম্ন ১৭°C – ১৯°C।

কুয়াশা: রাত ও ভোরে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। 

রংপুর বিভাগ:

আকাশ: এই সপ্তাহের শুরুর দিকে (১৪-১৫ ফেব্রুয়ারি) আকাশ মূলত মেঘলা থাকতে পারে। তবে ১৫ তারিখের পরে আকাশ পরিস্কার হয়ে যেতে পারে।

বৃষ্টিপাত: ১৩ থেকে ১৫ তারিখের মধ্যে বেশ কিছু এলাকায় হালকা বা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর ১৬ থেকে ১৯ তারিখের মধ্যে বৃষ্টির সম্ভাবনা নেই।

তাপমাত্রা: সর্বোচ্চ ২৬°C – ২৯°C,  সর্বনিম্ন ১৪°C – ১৭°C

কুয়াশা: রাত ও ভোরে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। 

১৪-১৫ ফেব্রুয়ারির বৃষ্টির পূর্বাভাস

Advertisements

Advertisements